জোকস - ১
প্রোগ্রামার বসে আছে পিসির সামনে। স্ত্রী পেছন থেকে এসে বলল, জানো,
গোসল করতে যাওয়ার আগে আংটিটা খুলে রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না।
মনিটর থেকে চোখ না সরিয়ে প্রোগ্রামার বলল, এখন একমাত্র গুগলই ভরসা।
জোকস - ২
অনলাইনে পরিচিত হয়ে পরস্পরকে নিজেদের ছবি পাঠানোর পর দেখা করার
সিদ্ধান্ত নিল দুই বন্ধু। দেখা হওয়ার পর প্রথম জন অপরজন কে বলল, ছবিতে
কিন্তু তোমাকে অনেক ছোটখাটো মনে হয়েছিল।
অপরজন বলল, তা তো হতেই পারে। কারণ তোমাকে ছবি পাঠিয়েছিলাম জিপ ফাইলে কমপ্রেস করে।
জোকস - ৩
সামরিক বাহিনীতে সার্জেন্ট জিজ্ঞেস করছেন নবাগতদের, তোমাদের মধ্যে যারা প্রোগ্রামিং জানো, তারা দুই কদম সামনে এসে দাঁড়াও।
তিনজন এগিয়ে এসে দাঁড়াল। তখন সার্জেন্ট বললেন, তোমরা কম্পিউটার টানাটানি করবে।
জোকস - ৪
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে
যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং আর
কিছুতেই চালু হচ্ছিল না।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া।
কেমিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা।
কম্পিউটার ইঞ্জিনিয়ার: হুম আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।
জোকস - ৫
ট্যাক্সি চড়ে যাচ্ছিল প্রোগ্রামার। হঠাৎ তা থেমে গেল। স্টার্ট নিচ্ছে না কিছুতেই। প্রোগ্রামার বলল:
কয়েকটা উইন্ডো বন্ধ করে দিলে কাজ হওয়ার কথা।
Pages
প্রযুক্তি নিয়ে ৫ জোকস
Subscribe to:
Post Comments (Atom)
Blog Subscription
Search this blog
Popular Posts
-
ওয়াফি ইসলাম এর হ্যান্ডমেড প্রোডাক্ট। HELLO 8920 is weekly program of abc radio radio fm 89.2 Which is most popular fm program in Ban...
-
রাহাত সাইফুল : বাংলা চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের আমরা যে নামে চিনি তাদের অধিকাংশের পরিবর্তিত নামেই তারা পরিচিত। নামের এ পরিবর্তন নির্মাতা...
-
অবশেষে একটি অপ্রাপ্তি ঘুচল; বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম শতক এনে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ...
-
বাজার এ এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি ফোন দিয়ে ভরে গেছে । কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় নাহ । এদের প্রতারনার শিকার হয়েসেন এ...
-
Internal Files CCleaner Professional [4.14.4808].exe 3.99 MB CCleaner - a utility for cleaning the debris in the operating system...
0 comments:
Post a Comment