GTV LIVE Bangla TV Watch online

Labels:

Watch GTV LIVE


ঢাকাই চলচ্চিত্রের তারকাদের প্রকৃত নাম

Labels:



রাহাত সাইফুল : বাংলা চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের আমরা যে নামে চিনি তাদের অধিকাংশের পরিবর্তিত নামেই তারা পরিচিত। নামের এ পরিবর্তন নির্মাতারাই করেছেন। তাই এ অভিনয়শিল্পীদের প্রকৃত নাম সাধারণ মানুষের অজানা। নাম পরিবর্তনের এ প্রচলন বাংলা চলচ্চিত্রের শুরু থেকে হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এখনো ঢাকাই চলচ্চিত্রে নায়ক-নায়িকাদের নতুন নাম দেয়া হচ্ছে। তবে নামের এ পরির্বতন বিভিন্ন কারণে হয়ে থাকে বলে জানা যায়।

শিল্পীদের নাম পরিবর্তন করার তালিকায় রয়েছেন গুণী নির্মাতা এহতেশাম। তার আবিষ্কার করা নায়িকাদের নামের শুরুতে ‘শাব’ শব্দটি যুক্ত করতেন। এরই ধারাবাহিকতায় শাবানা, শাবনূরদের নাম তিনি রেখেছেন। এটাকে অনেকে বলছেন তার স্টাইল। তবে কেন শিল্পীদের নাম পরিবর্তন করা হয়? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘একজন সিনেমার তারকার নাম যেন সিনেমাটিক হয় তাই নামের পরিবর্তন করা হয়। নামটা যেন দর্শক অনায়াসে পছন্দ করে। এ জন্যই নতুন নাম দেয়া হয়।’ এ নির্মাতাও অনেক শিল্পীর নতুন নাম দিয়েছেন।

এ প্রজন্মের নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘চলচ্চিত্রে একই নাম একাধিক হলে শিল্পীর নাম পরির্বতন করা হয়ে থাকে। নামটা যেন সবার মনে রাখতে সহজ হয় তাই নামের পরিবর্তন করা হয়। সিনেমাপ্রেমীরা হয়তো তার প্রিয় তারকার প্রকৃত নামটি জানেন না। তাই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দশ তারকার প্রকৃত নাম নিয়ে এ রচনা।

রত্না থেকে শাবানা
ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। তিনি ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে তার। শাবানার প্রকৃত নাম রত্না। তার ভালো নাম আফরোজা সুলতানা। পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবানা। তারপর থেকে তিনি শাবানা নামেই সবার কাছে পরিচিত।

পপি থেকে ববিতা
সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। তার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্রে তাকে ববিতা নাম দেয়া হয়। এরপর থেকে তাকে সবাই এই নামেই চেনেন।

নুপুর থেকে শাবনূর
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। যার প্রকৃত নাম নাম কাজী শারমিন নাহিদ নুপুর। নির্মাতা এহতেশাম তার নাম পরিবর্তন করে শাবনূর দিয়েছেন। তার পরিচালিত চাঁদনী রাত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন শাবনূর। এর পর থেকে তার অভিনীত সব সিনেমাতেই তিনি শাবনূর নামটি ব্যবহার করেছেন।

ইমন থেকে সালমান শাহ
নব্বইর দশকে অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। নির্মাতা সোহানুর রহমান সোহান তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন। চলচ্চিত্রে তাকে নাম দেয়া হয় সালমান শাহ। তারপর থেকে সবাই সালমান শাহ নামেই চেনেন। এ নির্মাতার কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র।

রানা থেকে শাকিব খান
বর্তমান সময়ের ঢালিউড কিং শাকিব খান। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে পরিচিত। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। এর পরে তার অভিনীত সব সিনেমায় শাকিব খান নামটিই ব্যবহার করা হয়েছে।

শাকিল থেকে শাকিল খান
এক সময়ের আলোচিত চিত্রনায়ক শাকিল খান। যার প্রকৃত নাম ছিল শাকিল। সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেস্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। সোহানুর রহমান সোহান তার নামের পরে খান শব্দটি যুক্ত করে দেন। এর পর থেকে তিনি শাকিল খান নামে-ই সবার কাছে পরিচিত।

আসলাম থেকে মান্না
জনপ্রিয় চিত্রনায়ক মান্না। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন। তার প্রকৃত নাম এস এম আসলাম তালুকদার।

হাসনা হেনা থেকে আঁচল
বর্তমান সময়ের গ্ল্যামার কন্যা চিত্রনায়িকা আঁচল আঁখি। তার প্রকৃত নাম হাসনা হেনা আঁখি। বেইলি রোড সিনেমার পরিচালক লিটন এরশাদ তার না রাখেন আঁচল আঁখি। এটিই ছিল আঁচল আঁখি অভিনীত প্রথম চলচ্চিত্র। এর পর তার অভিনীত সব সিনেমায় তিনি আঁচল আঁখি নামটি ব্যবহার করছেন।

প্রিয়াংকা থেকে প্রিয়ন্তী
নবাগত প্রিয়ন্তী মোস্তাফিজুর রহমান মানিকের চুপি চুপি প্রেম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তার প্রকৃত নাম প্রিয়াংকা। পরিচালক তার নাম দিয়েছেন প্রিয়ন্তী। তিনি এখন এ নামেই পরিচিত।

হোটেলের গোপন ক্যামেরায় দম্পতির ভিডিও ফাঁস

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে নব বিবাহিত স্বামী-স্ত্রী হোটেলে অবস্থানকালে
হোটেলের কামরার গোপন ক্যামেরায় তাদের মিলনের দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে
ফাঁস করেছে। 
খবর- এমটি নিউজ এর

গোপনে কপি করুন যে কোন Removable Disk!!!

Labels:



কাজটি করার জন্য নিচের ধাপটি অনুসরণ করূন।
১. ডাউন-লোড করূন ১ কেবির কম
২. ফাইল টাকে নোটপ্যাড দিয়ে ওপেন করূন
৩. J এর জাগায় আপনার Removable Disk টির নাম দিন ( যেমন: J-এর বদলে আপনারটা I হলে I, K হলে K ইত্যাদি।)
৪. আপনার যে কোন ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করূন। (স্পেস ছাড়া)
৫. এখন F এর বদলে আপনার ড্রাইভের নার দিন এবং Past এর বদলে আপনার তৈরি করা ফোল্ডার টির নাম দিন। সেভ করূন anyname.bat নামে।
৬. মূল ফাইলটি যে কোন জাগায় হাইড করে রাখুন। এবার ফাইল টির একটি শর্টকাট ডেক্সটপে তৈরি করূন। নাম দিন কোন আকর্ষণীয় নাম বা কোন গেমস এর নাম।
৭. ব্যস All Done. এবার যে কারো পেন্ড্রাইভ আপনার পিসিতে লাগান, তারপর ডেক্সটপে রাখা ফাইল টাতে ক্লিক করে মিনিমাইজ করে রাখুন। এবার দেখুন খেল। পেন্ড্রাইভের সব ফাইল এখন আপনার হাতে।

মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে…

Labels:

প্রযুক্তি নিয়ে ৫ জোকস

জোকস - ১

প্রোগ্রামার বসে আছে পিসির সামনে। স্ত্রী পেছন থেকে এসে বলল, জানো, গোসল করতে যাওয়ার আগে আংটিটা খুলে রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না।
মনিটর থেকে চোখ না সরিয়ে প্রোগ্রামার বলল, এখন একমাত্র গুগলই ভরসা।B-)

জোকস - ২

অনলাইনে পরিচিত হয়ে পরস্পরকে নিজেদের ছবি পাঠানোর পর দেখা করার সিদ্ধান্ত নিল দুই বন্ধু। দেখা হওয়ার পর প্রথম জন অপরজন কে বলল, ছবিতে কিন্তু তোমাকে অনেক ছোটখাটো মনে হয়েছিল।
অপরজন বলল, তা তো হতেই পারে। কারণ তোমাকে ছবি পাঠিয়েছিলাম জিপ ফাইলে কমপ্রেস করে।:)

জোকস - ৩

সামরিক বাহিনীতে সার্জেন্ট জিজ্ঞেস করছেন নবাগতদের, তোমাদের মধ্যে যারা প্রোগ্রামিং জানো, তারা দুই কদম সামনে এসে দাঁড়াও।
তিনজন এগিয়ে এসে দাঁড়াল। তখন সার্জেন্ট বললেন, তোমরা কম্পিউটার টানাটানি করবে।:D

জোকস - ৪

একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং আর কিছুতেই চালু হচ্ছিল না।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া।
কেমিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা।
কম্পিউটার ইঞ্জিনিয়ার: হুম আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।

জোকস - ৫

ট্যাক্সি চড়ে যাচ্ছিল প্রোগ্রামার। হঠাৎ তা থেমে গেল। স্টার্ট নিচ্ছে না কিছুতেই। প্রোগ্রামার বলল:
কয়েকটা উইন্ডো বন্ধ করে দিলে কাজ হওয়ার কথা। :)

আপনার ফোন কি আসল ? নাকি ক্লোন / মাস্টার কপি ??? জেনে নিন অরিজিনাল মোবাইল চেনার উপায় এখুনি ।

Labels: ,



বাজার এ এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি ফোন দিয়ে ভরে গেছে । কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় নাহ ।
এদের প্রতারনার শিকার হয়েসেন এরকম অনেক আছে । এইতহ সেদিন ই আমার এক বন্ধু স্যামসাং  গালাক্সি এস ৫ কিনে ধরা খেল । ২৫০০০ টাকা ধরা খেয়েছে ।
আপনাকে যাতে আর ধরা খেতে না হয়  সে জন্যই আসলে এই টিউনটি করা  ।

 smartphone11-large-final

কীভাবে বুজবো যে আমার ফোনটা আসল ?

  • প্রথমে  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

  • তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের  IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)
Capture


তারপর CHECK এ ক্লিক করুন।
  • অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)
Captureee
  • Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
  • নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না।
  • এভাবে আপনি আপনার ফোনটি আসল নাকি নকল অথবা মাস্টারকপি  তা সহজেই ধরতে পারবেন ।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন এর নিয়ম ?



হ্যালো ৮৯২০, এপিসোড-১৫৫ ,০৬ মে ২০১৫,ওয়াফি ইসলাম

Labels:







 
 ওয়াফি ইসলাম এর হ্যান্ডমেড প্রোডাক্ট।


 HELLO 8920 is weekly program of abc radio radio fm 89.2
 Which is most popular fm program in Bangladesh . 
RJ Kebria is hosting this popular program.

Download Part1 ====   Download Part2







































কোন বাড়তি সফটওয়্যার ব্লক করুন ওয়েব সাইট

Labels:



আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছি তারা প্রত্যেকেই জানি ইন্টারনেটে কিছু উল্টা-পাল্টা সাইট আছে যা সুস্থ মস্তিষ্ক বিকাশের পথে বিরাট বাঁধা।আপনার যদি ছোট ভাই থাকে তবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার প্রিয় ভাইটি যাতে ইন্টারনেটের এসব কুপথে না বিচরণ করে।আমার যদিও ছোট ভাই নেই।তবে আমি অন্য আরেকটি পদ্ধতিতে এর স্বদ্যবহার করিয়া থাকি। :lol: মাঝে মাঝে ফ্রেন্ডের পিসি থেকে এসব আজাইরা সাইট ব্লক মাইরা দেই।বেচারা তো আর কাউরে কইতে পারে যে আমি সব সাইটেই ভিজিট করতে পারি কিন্তু শুধু এই এই সাইটে ভিজিট করতে পারি না।নেট আমার হাতের নাগালে থাকে বিধায় সাইবার ক্যাফেতে যাওয়া হয় না।বোধ করি সাইবার ক্যাফে বসা হইলে এই স্বদ্যবহার করিতাম। :-P

:evil: চলুন এবার দেখে নেই কীভাবে পিসি থেকে কোনো সাইট ব্লক করবেন। :twisted:


  • প্রথমে Start মেনু থেকে Run অপশন সিলেক্ট করে C://windows/system32/drivers/etc/hosts লিখে Enter চাপুন বাOk বাটনে ক্লিক করুন।
  • এবার নিচের ছবির মতোই একটি বক্স আসবে সেখান থেকে Notepad সিলেক্ট করুন।
  • NotePad ওপেন হলে 127.0.0.1 পাশে Local Host লেখার জায়গায় যেই সাইটি ব্লক করতে চান সেটার Address লিখুন।
  • আপনি যদি একাধিক সাইট ব্লক করতে চান তবে 127.0.0.1 এর নিচেই 127.0.0.2 লিখে নিচের ছবির মতই ২য় সাইটটির Address লিখে Ctrl+S চাপুন বা Save করুন।
  • কাহিনী খতম! এবার ব্রাউজার ওপেন করে ব্লক করা সাইটে ভিজিট করতে গেলেই নিচের ছবির মত লেখা আসবে।
Mozilla FireFox এ এরকম দেখাবে।
Google Chrome এ
ব্লক রিমুভ করতে চাইলে আগের মতই Start >Run > C://windows/system32/drivers/etc/hosts > NotePad এ গিয়ে ব্লক করা সাইট গুলো রিমুভ করে Save করে দিন।ব্লক রিমুভ হয়ে যাবে।

Bangladeshi All Newspaper