কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বিপদজ্জনক হয়ে উঠবে যে বাংলাদেশী খেলোয়ারেরা

Labels: ,






 ১


আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ধোনি-বাহিনীর কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এঁদের মধ্যে সবার প্রথমেই নাম আসবে মহমদুল্লাহর। গ্রুপ পর্যায়ের ৬ ম্যাচে ৮৬ গড়ে ৩৪৪ রান করেছেন তিনি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে শতরান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতরান করার নজির গড়েছেন তিনি। 




 মুশফিকর রহিমের স্ট্রাইক রেট ১১৩.৩৮। ছয় ম্যাচে তিন অর্ধশতরান করেছেন তিনি। যে কোনও দলের ঘুম কেড়ে নিতে পারেন তিনি। 

 

সাকিব আল হাসান বিশ্বকাপে মোট ৫৩০ রান করেছেন। তিনিই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। দলের হয়ে ২০ টি উইকেটও দখলে রয়েছে তাঁর। খেলার রঙ পাল্টে দেওয়ার সক্ষমতা রয়েছে এই অল রাউন্ডারের।

 ৪


 মুর্তাজা দলের অধিনায়ক। দলের প্রধান স্ট্রাইক বোলারও তিনি। ২০০৩-এর বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে গিয়ে তাঁর বোলিংয়ে নাজেহাল হতে হয়েছিল ভারতীয় ব্যাটস্যানদের।



 ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের খেলায় আগুন ঝরিয়েছেন পেসার রুবেল। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। 


Tag: ICC World Cup 2015Quarter final Bangladesh vs India

0 comments:

Post a Comment